খিলগাঁওয়ে বহুতল আবাসিক ভবনে আগুন, নিহত ১

খিলগাঁওয়ে বহুতল আবাসিক ভবনে আগুন, নিহত ১

খিলগাঁওয়ের একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আব্দুল হাই জামালী বিপু (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত বিপু মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানিয়েছেন তার পরিবার। এরই মধ্যে ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

বৃহস্পতিবার (৯ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। রামপুরার উলন রোডের পলাশবাগের ৫ তলা বিশিষ্ট একটি ভবনের চিলেকোঠায় এ আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের ২টি ইউনিট। তাদের চেষ্টায় রাত ৮টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুনে ১ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। সিগারেটের আগুন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এসজেড/

Explore More Districts