খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় টঙ্গীতে দোয়া মাহফিল – Daily Gazipur Online

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় টঙ্গীতে দোয়া মাহফিল – Daily Gazipur Online

ডেইলি গাজীপুর প্রতিবেদক: বিএনপির চেয়ারপারসন ও সাবেক ৩ বারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় গাজীপুর মহানগর ৪৫ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বাদ এশা মদিনা পাড়া হরযত ওমর (রা:) জামে মসজিদ প্রাঙ্গনে দোয়া মাহফিলেরআয়োজন করেন ৪৫ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি কামাল হোসেন, মদিনা পাড়া কল্যাণ কমিটির উপদেষ্টা আমিনুল হক ঢালী ও ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল প্রমুখ ।
দোয়া মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির আইন বিষয়ক সম্পাদক এডভোকেট এডভোকেট শহিদুল ইসলাম, টঙ্গী পূর্ব থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন সানি, ৪৫ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক আরাফাত মিন্টু, ৪৫নং ওয়ার্ড বিএনপি সাবেক সিঃ যুগ্ন সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সাজ্জাদ। বিএনপি নেতা কর্মীদের উপস্থিতিতে দেশনেত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল আলেম–ওলামা, হাফেজ, ক্বারী ও ধর্মপ্রাণ মুসল্লিরা পবিত্র আল-কুরআন তেলাওয়াত করেন এবং বিশেষ মোনাজাত পরিচালনা করেন। দোয়া মাহফিলে বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আজীবন কাজ করে গেছেন। তাঁর দ্রুত রোগমুক্তি দেশের মানুষের প্রত্যাশা। এসময় উপস্থিত সবাই মহান আল্লাহর দরবারে তাঁর সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশের কল্যাণ কামনা করে হাত তুলেন।
বিএনপি নেতারা এসময় বলেন, বর্তমান সময়ে বাংলাদেশের যে জটিল পরিস্থিতি বিরাজ করছে, সেই মুহূর্তে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেশের জন্য অত্যন্ত প্রয়োজন। জনগণ যেমনভাবে তাঁর জন্য দোয়া করছেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আলামীন অতি দ্রুত তাঁকে সুস্থতা দান করবেন। সুস্থ হয়ে বেগম খালেদা জিয়া আগামী জাতীয় নির্বাচনে অন্তত তিনটি আসন থেকে নির্বাচন করবেন এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। আলোচনা দোয়া মোনাজাত শেষে প্রায় এক হাজার মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

Print Friendly, PDF & Email

Explore More Districts