খানসামা উপজেলা পরিষদের উপ-নির্বাচনে প্রতীক বরাদ্দ – দিনাজপুর নিউজ

খানসামা উপজেলা পরিষদের উপ-নির্বাচনে প্রতীক বরাদ্দ – দিনাজপুর নিউজ


খানসামা উপজেলা পরিষদের উপ-নির্বাচনে প্রতীক বরাদ্দ – দিনাজপুর নিউজ




দিনাজপুর সংবাদাতাঃ দিনাজপুরের উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন আগামী ১৫ জুন। এই নির্বাচনে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

শুক্রবার সকালে খানসামা উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

এতে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউল আজম চৌধুরী লায়নকে দলীয় প্রতীক (নৌকা), দুইবারের সাবেক উপজেলা চেয়ারম্যান সহিদুজ্জামান শাহ্ (আনারস), জেলা পরিষদের সাবেক সদস্য শরিফুল আলম প্রধান (মোটরসাইকেল) ও গোয়ালডিহি ইউপি’র সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শাহ্ মোহাম্মদ আব্বাস আরেফিনকে (হেলিকপ্টার ) প্রতীক দেওয়া হয়েছে।
প্রার্থীদের মাঝে এসব প্রতীক বরাদ্দ সিনিয়ন জেলা নির্বাচন অফিসার শাহিনুর রহমান প্রামানিক ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ জিকরুল হক।

এর আগে গত ১৯ মে বৃহস্পতিবার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তাদের প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়। আগামী ১৫ জুন (বুধবার) এ উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এই উপ-নির্বাচনে উপজেলার ১ লাখ ৩৫ হাজার ৮১ জন ভোটার বিভিন্ন সেন্টারে সকাল ৯টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত বেলট পেপারের মাধ্যমে তাদের ভোট দিবেন।




Explore More Districts