রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে ৫০ বোতল ফেন্সিডিলসহ আছর আলী (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। সে যশোর জেলার চৌগাছার লষ্করপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
জানাগেছে, রাজবাড়ীর পুলিশ সুপার জি. এম. আবুল কালাম আজাদ-এর নির্দেশনায় সোমবার দুপুরে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান খান সঙ্গীয় অফিসার-ফোর্স সদর উপজেলার খানখানাপুর গ্রামের জনৈক গোলাম মওলা-এর রিক্সা গ্যারেজের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন। সে সময় ২ লাখ টাকা মূল্যের ৫ লিটার ওজনের ফেনসিডিলসহ আছর আলীকে গ্রেফতার করেন। এ ঘটনার বিষয়ে রাজবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে।