খানকায়ে চিশতীয়া রাহমানিয়া দরবার শরীফের ঈদে মিলাদুন্নবী পালন

খানকায়ে চিশতীয়া রাহমানিয়া দরবার শরীফের ঈদে মিলাদুন্নবী পালন

চাঁদপুরের ইচলী খানকায়ে চিশতীয়া রাহমানিয়া দরবার শরীফের আয়োজনে ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে জসনে জুলুশ বের করা হয়েছে। ৬ সেপ্টেবর শনিবার সকালে চাঁদপুর পৌরসভার ১১ নং ওয়ার্ড মেজর রফিকুল ইসলাম বীর উত্তম সড়ক রোডের হযরত মোশারফ হোসেন চিশতী (রা.) মশু বাবার দরবার শরীফ থেকে শত শত ভক্ত, মুরিদ ও মুসল্লিদের অংশ গ্রহনে জুলুশটি বের করা হয়। পুরো শহর প্রদক্ষিণ করে পুনঃ রায় হযরত মোশারফ হোসেন চিশতী (রা.) মশু বাবার দরবার শরীফে গিয়ে শেষ হয়।

শিশু-কিশোরসহ সব বয়সীদের হাতে ছিল বিভিন্ন রঙয়ের পতাকা ব্যানার ও জাতীয় পতাকায় শোভিত ও মাথায় হলুদ কাপড়ের পাগরীতে সজ্জিত ছিলেন জুলুশে অংশগ্রহণকারীরা। আর তাদের কণ্ঠে ছিল নবীজীর নাম ও ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সবার প্রতি শুভেচ্ছার শ্লোগান।

এ সময় উপস্থিত ছিলেন মোঃ আব্দুল হান্নান চিশতী, পীরসাহের জামাতা মোঃ ইউসুফ পাটওয়ারী রিপন চিশতি ,জামাতা অ্যাডঃ হাসান উল্লাহ পাটওয়ারী, ছাত্তার চিশতী, কাশিম চিশতী, চাঁদপুর জেলা তরিকত ফেডারেশনের সাধারণ সম্পাদক মাও. মিজানুর রহমান চিশতী,মাওঃমোহাম্মদ, ইব্রাহিম চিশতী, আঃ দলিলুর রহমান জলিল চিশতী, সামু চিশতী, চিশতী,মাও. জামাল পাটওয়ারী,রফিকুল ইসলাম চিশতী,নূর মােহাম্মদ চিশতী, মনির হোসেন মান্না চিশতী, লোকমান চিশতী, হাবু চিশতীসহ অসংখ্য বিভিন্ন জেলার আশেখান, ভক্তবৃন্দ ও মুরিদরা উপস্থিত।

প্রতিবেদক: মুহাম্মদ বাদশা ভূঁইয়া/ ৬ সেপ্টেম্বর ২০২৫

Explore More Districts