খাগড়াছড়িতে ৭৯ ভারতীয় মুসলিমকে পুশ ইন করছে বিএসএফ – Chittagong News

খাগড়াছড়িতে ৭৯ ভারতীয় মুসলিমকে পুশ ইন করছে বিএসএফ – Chittagong News

ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধ পরিস্থিতির আশঙ্কার মধ্যে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশ সীমান্তে ভারতীয় মুসলিম নাগরিকদের পুশ ইন করার অভিযোগ উঠেছে।

বুধবার (৭ মে) ভোর থেকে খাগড়াছড়ির পানছড়ি ও মাটিরাঙ্গা উপজেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকা দিয়ে অন্তত ৭৯ জন ভারতীয় মুসলিম বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। তাদের আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্রে জানা গেছে, পূর্বপুরুষদের বাংলাদেশি নাগরিক দেখিয়ে এদেরকে সীমান্ত অতিক্রম করানো হচ্ছে। খেদাছড়া ব্যাটালিয়নের আওতাধীন বেলছড়ি ও শান্তিপুর বিওপির মধ্যবর্তী সীমান্ত দিয়ে গুজরাট রাজ্য থেকে আগত ২৭ জন, তাইন্দং বিওপি সীমান্ত দিয়ে ২২ জন এবং রুপসেনপাড়া বিওপি দিয়ে আরও ৩০ জন ভারতীয় মুসলিম বাংলাদেশে প্রবেশ করে। স্থানীয়দের নজরে আসার পর বিজিবি তাদের আটক করে।

এদিকে, খাগড়াছড়ি সীমান্তবর্তী এলাকায় আরও বড় পরিসরে পুশ ইন চালানোর পরিকল্পনা রয়েছে বলে তথ্য পাওয়া গেছে। বিএসএফের হেফাজতে বর্তমানে প্রায় ৪০০ থেকে ৫০০ ভারতীয় মুসলিম নাগরিক রয়েছে বলে জানা গেছে। তাদেরকে গুজরাট রাজ্য থেকে বিমানযোগে ত্রিপুরা রাজ্যে এনে খেদাছড়া, যামিনীপাড়া, পানছড়ি ও খাগড়াছি সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সীমান্তে এই অপ্রত্যাশিত পুশ ইন পরিস্থিতি স্থানীয় জনগণের মধ্যেও উদ্বেগ ও নিরাপত্তাজনিত শঙ্কা সৃষ্টি করেছে।

এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোন বক্তব্য পাওয়া যায় নি।

খাগড়াছড়ির ভারপ্রাপ্ত জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন, এ পর্যন্ত ৭৯জন ভারতীয় নাগরিককে সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করানো হয়েছে। বিজিবির সঙ্গে স্থানীয় প্রশাসন ও পুলিশ সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। আমরা তাদেরকে দ্রুত পুশব্যাক করানোর চেষ্টা করছি।

এমজে/সিটিজিনিউজ

Explore More Districts