
নিজস্ব প্রতিবেদক :
যশোর অভয়নগর উপজেলায় সকল বেসরকারি ক্লিনিক ও ডায়াগোনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছেন জেলা স্বাস্থ্য বিভাগ। এ সময় ৩টি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়।
বৃহস্পতিবার জেলা ডেপুটি সিভিল সার্জন নাজমুস সাদিক রাসেলের নেতৃত্বে ও অভয়নগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ওহিদুজ্জামানের সহযোগীতায় এই অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী বৃহস্পতিবার অভয়নগর উপজেলায় অভিজান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন সমস্যার কারণে উপজেলার ল্যাব ওয়েব ডায়াগনোস্টিক সেন্টার, বিশ্বাস ক্লিনিক, ইউনিক ডায়াগনোস্টিক সেন্টারের এবং নওয়াপাড়া সার্জিক্যাল ক্লিনিক ও ডায়গনোস্টিক সন্টারের চক্ষু বিভাগের সকল কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন যশোর সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার রেহেনেওয়াজ ও প্রশাসনিক কর্মকর্তা আরিফুজ্জামান প্রমুখ।