- নারায়ণগঞ্জ, শহর, সারাদেশ
- পালিয়ে গিয়ে শেখ হাসিনা উসকানীমূলক বক্তব্য দিচ্ছে : জামায়াত আমীর
ক্রেতা-বিক্রেতাদের পদচারনায় মুখর বই মেলা
- আপডেট টাইম : ফেব্রুয়ারি, ১২, ২০২৫, ১১:৪৬ অপরাহ্ণ
- 32 পড়েছেন
নিজস্ব সংবাদদাতা:
অমর একুশে বই মেলার ১২ তম দিনে বই প্রেমীদের উপচে পরা ভিড় লক্ষ্য করা গেছে। এদিকে বেচা কেনা বেশি হওয়ায় সন্তোশ প্রকাশ করেছেন বিক্রেতারা। সব মিলিয়ে জমে উঠেছে এবারের বই মেলা। বুধবার (১২ ফেব্রুয়ারী) দিনব্যাপী মেলা প্রঙ্গন ঘুরে দেখা গেছে এ দৃশ্য।
এবারের মেলায় নতুন লেখকদের নতুন নতুন বই প্রকাশ পাওয়ায় গত বছরের তুলনায় বই প্রেমীরা পাচ্ছেন তাদের পছন্দমত বই। তাছাড়া গত বছরগুলোর চেয়ে এ বছর প্রায় দ্বিগুন ষ্টল বসেছে। পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা দেখা গেছে চোখে পড়ার মত। এবারের বই মেলায় স্থান পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর ষ্টল, গনমাধ্যমের ষ্টল, বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের নিজ নিজ ষ্টল। যে কারনে মেলার সুন্দয্য ও গ্রহনযোগ্যতা বৃদ্ধি পেয়েছে।
দর্শনার্থী ও ক্রেতারা জানিয়েছে, এবারের অমর একুশে বই মেলায় ষ্টল যেমন অনেক বেশী তেমনি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নজরদারীও রয়েছে ব্যপক। এছাড়া এ বছর বই মেলায় তাদের নিজস্ব পছন্দ মত বই পাচ্ছেন বলেও জানান ক্রেতারা।
এ দিকে বিক্রেতারা জানান, বেচা কেনা ভালো হয়েছে তাদের। এমনকি লেখক এবং পাঠকদের মিলন মেলায় পরিনত হয়েছে বই মেলা। নতুন নতুন অনেক বই এবার মেলায় এসেছে। তাই পাঠকদের মন জোগাতে পারছেন তারা। এবছর তারা বেশ লাভের মুখ দেখবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিক্রেতারা।
আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, মেলায় আগত দর্শনার্থীরা, প্রকাশনী এবং ষ্টল মালিকদের নিরাপত্তা দিতে কয়েক স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই এ বারের বই মেলা সমাপ্ত হবে বলে মনে করছেন প্রশাসন।
বই মেলার আয়োজকরা বলেন, এবারের বই মেলায় লেখক ও পাঠকদের মিলন মেলায় পরিনত হয়েছে। দর্শনার্থী ও ষ্টল মালিকদের নিরাপত্তার কথা মাথায় রেখে ব্যপক নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে। এবছর বই মেলায় বেচা কেনা ভালো হচ্ছে এবং শেষ সময় আর ও বেশি বিক্রি হবে বই এমনটাই প্রত্যাশা মেলা আযোজকদের।