নিউজিল্যান্ডের মাটিতে সিরিজে এগিয়ে থাকার পরিস্থিতি সবসময় মেলে না। এমন পরিস্থিতিতে হতে পারে সিরিজ জয়ের চ্যালেঞ্জ, ম্যাচ ড্রয়ের চ্যালেঞ্জ, কিংবা আরও একটি জয়ের চ্যালেঞ্জ। তবে ইতিহাস গড়ার অপেক্ষায় থাকা বাংলাদেশ ক্রাইস্টচার্চ টেস্টকে চ্যালেঞ্জ হিসেবে দেখছে না।
এর কারণটাও স্পষ্ট। নিউজিল্যান্ডের মাটিতে স্বাগতিক দল বরাবরই অপ্রতিরোধ্য। প্রথম টেস্ট হেরে টম ল্যাথামের দল এখন ঘুরে দাঁড়াতে মরিয়া। শক্তিশালী প্রতিপক্ষকে সামলাতে হলে নিজেদের কাজ ঠিকঠাক করা চাই, আর সেদিকেই দলের পূর্ণ মনোযোগ। বাংলাদেশ তাই চ্যালেঞ্জ দিচ্ছেও না, নিচ্ছেও না!
Advertisment
দলের সাথে থাকা নির্বাচক আব্দুর রাজ্জাক বলেন, ‘সিরিজে ওরা পিছিয়ে আছে। স্বাভাবিকভাবেই তারা দাপটের সাথে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে। আসলে চ্যালেঞ্জ হিসেবে নিতে চাই না বা চ্যালেঞ্জ দিতেও চাই না। আমাদের যে স্কিল আছে সেদিকে নজর দিতে চাই। আমাদের কাজ আমরা করব, তারপর ফলাফল আসবে।’
তবে বাংলাদেশকে ব্যাকফুটে ঠেলে দেওয়া এত সহজ হবে না, সেই হুঁশিয়ারিও দিয়ে রাখলেন রাজ্জাক। তিনি বলেন, ‘আমরা তো একটা ম্যাচ জিতে এসেছি। আমাদের কাছ থেকে ফলাফল বের করাও ওদের জন্য কঠিন হবে, এত সহজ হবে না।’
যখন যে দলটাই বাংলাদেশ দল হয়ে আসে আমি তাদের ওপর বিশ্বাসী থাকি। এই গ্রুপটাও ব্যতিক্রম নয়। আমি অবশ্যই তাদের সবার ওপর বিশ্বাস রাখি। যে টেস্ট গেছে সেটা অসাধারণ ছিল। আশা করব এই পারফরম্যান্স ধরে রাখব। তাহলে টেস্টে আরও উন্নতি হবে।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনের চ্যাটে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime Crickey সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।