
ওয়াশিংটন, ১১ অক্টোবর – সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রোস্টেট ক্যান্সারের চিকিৎসা হিসেবে বর্তমানে রেডিয়েশন থেরাপি নিচ্ছেন। শনিবার (১১ অক্টোবর) তার মুখপাত্র এই তথ্য নিশ্চিত করেছেন। রয়টার্স এবং এনবিসি নিউজ এই খবর প্রকাশ করেছে।
বাইডেনের মুখপাত্র জানান, প্রোস্টেট ক্যান্সারের চিকিৎসা পরিকল্পনার অংশ হিসেবে প্রেসিডেন্ট বাইডেন বর্তমানে রেডিয়েশন থেরাপি ও হরমোন চিকিৎসা নিচ্ছেন। এনবিসি নিউজের প্রতিবেদন অনুযায়ী, ৮২ বছর বয়সী বাইডেনের রেডিয়েশন থেরাপি পাঁচ সপ্তাহ ধরে চলবে এবং ইতোমধ্যে তিনি হরমোনজাত ওষুধ সেবন শুরু করেছেন।
এর আগে গত মে মাসে বাইডেন নিজেই জানিয়েছিলেন, তার শরীরে মেটাস্ট্যাটিক প্রোস্টেট ক্যান্সার ধরা পড়েছে, যা হরমোন-সংবেদনশীল হলেও আক্রমণাত্মক প্রকৃতির। তার দপ্তর তখন জানিয়েছিল, তিনি কার্যকর চিকিৎসার জন্য একাধিক পদ্ধতি গ্রহণ করছেন। বাইডেন তখন এক্স-এ (পূর্বে টুইটার) এক পোস্টে লিখেছিলেন, ক্যান্সার আমাদের সবাইকে ছুঁয়ে যায়। আমরাও শিখেছি, ভাঙনের মধ্যেই আমাদের শক্তি। ভালোবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ।
চিকিৎসকরা বলছেন, বাইডেনের ক্যান্সার যেহেতু শরীরে ছড়িয়ে পড়েছে, তাই এটি হয়তো কয়েক বছর আগে থেকেই অচিহ্নিত ছিল।
গত মাসে বাইডেন ত্বকের ক্যান্সার অপসারণের জন্য ‘মোহস সার্জারি’ করিয়েছিলেন। সে সময় জনসম্মুখে তার কপালে বড় ব্যান্ডেজ দেখা গিয়েছিল। অস্ত্রোপচারের পর চিকিৎসকরা জানান, সব ক্যান্সারযুক্ত টিস্যু সফলভাবে অপসারণ করা হয়েছে এবং আর কোনো চিকিৎসা প্রয়োজন নেই।
উল্লেখ্য, গত জানুয়ারিতে বাইডেন হোয়াইট হাউস ছেড়েছিলেন। তার বয়স ও মানসিক সক্ষমতা নিয়ে নানা সমালোচনার মুখে তিনি পুনর্নির্বাচনে না দাঁড়িয়ে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকে সমর্থন জানিয়ে প্রচার থেকে সরে দাঁড়ান।
সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ১১ অক্টোবর ২০২৫



