জয়পুরহাটের পাঁচবিবিতে কৌশলে কাজী অফিসে ডেকে আপন খালাত ভাইয়ের সঙ্গে এসএসসি পরীক্ষার্থী এক স্কুলছাত্রীকে বিয়ে দেয়ার অভিযোগ উঠেছে।
সদর উপজেলার বালিয়াতৈব গ্রামের রাইহানের মেয়ের সঙ্গে সোমবার রাতে পাঁচবিবি উপজেলার বিবিত্তি গ্রামের বাবুল হোসেনের ছেলে আবু তালহার বিয়ে হয়।
ছেলের বাবা ও স্থানীয় ইউপি সদস্য জালাল হোসেন বলেন, সোমবার রাতে মেয়ের পরিবারের লোকজন কৌশলে তালহাকে স্থানীয় কাজী অফিসে ডেকে নিয়ে চার লাখ টাকার দেনমোহর ধার্য করে জোরপূর্বক কাবিননামায় স্বাক্ষর করে নেয়।
নাবালিকা মেয়ের বিয়ের রেজিস্ট্রি কোন্ আইনে করলেন এ বিষয়ে জানতে চাইলে কাজী মতিয়ার রহমান বলেন, মেয়ের জন্ম সনদ তার পরিবারের লোকজন দেখাতে না পারায় আমি এ বিয়ের রেজিস্ট্রি করিনি। তবে তাদেরকে বোঝানোর জন্য খসড়া কাগজে লিখিতভাবে বিবাহ দেই।
তিনি আরও বলেন, আমি যে এ বিয়ে সরকারিভাবে রেজিস্ট্রি করিনি এ মর্মে আমার সিল ও স্বাক্ষর করা একটি প্রত্যয়নপত্রও ছেলে পক্ষকে দিয়েছি।