কোয়ালিটি ফিডসের ৩০ বছর পূর্তি উদ্যাপন ও বিক্রয় পরিবেশ বা এজেন্ট সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে সেরা বিক্রয় পরিবেশক ও খামার উদ্যোক্তাদের পুরস্কার দেওয়া হয়।
রাজধানীর পূর্বাচলের স্বর্ণালি আবাসন প্রকল্পে অবস্থিত কোয়ালিটি গ্রুপের নিজস্ব ভবন কিউ সেন্টারের পার্শ্ববর্তী ঢাকা এরিনা মাঠে গত শনিবার অনুষ্ঠানটির আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য দেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান এম কায়সার রহমান, ভাইস চেয়ারম্যান শাহরিয়ার হোসেন, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এহতেশাম বি শাহজাহান প্রমুখ। প্রতিষ্ঠানটির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।