সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের তুরং ও বরমসিদ্ধিপুর সীমান্তে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতরা হলেন-উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের পূর্ব তুরুং গ্রামের মো. বোরহানের ছেলে আশিকুর রহমান ও বরমসিদ্ধিপুর গ্রামের আজমান আলীর ছেলে মো. ইয়াকুব উদ্দিন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, এই দুই বাংলাদেশী নাগরিক উত্তর রণিখাই ইউনিয়নের তুরং ও বরমসিদ্ধিপুর সীমানার ১২৫৫ পীলারের ভিতরে ভারতের সীমানা থেকে সুপারি আনতে প্রবেশ করে। এ সময় আশিকুর রহমানকে ৩ রাউন্ড গুলি করে ভারতের খাসিয়া নাগরিক, যার ফলশ্রুতিতে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে আশিকুর। পরবর্তীতে তার আত্নীয় স্বজন ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে নিয়ে আসেন।
অপরদিকে, ভারতের খাসিয়া নাগরিকদের ছুড়া গুলিতে মোঃ ইয়াকুব উদ্দিন (৩০) আহত অবস্থায় সীমান্ত এলাকা থেকে তাহার আত্মীয়-স্বজনরা উদ্ধার করে চিকিৎসার জন্য কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, পুলিশ মরদেহ উদ্ধার করেছে এবং ময়নাতদন্তের জন্য প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

