সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ইসলামিক রিলিফের বাস্তবায়নে এশিয়ায় অতি-দরিদ্র পরিবারের জীবনমান উন্নয়ন এবং দুর্যোগে বিপদাপন্ন জনগোষ্ঠীর জলবায়ু সহনশীলতা বৃদ্ধি সম্প্রসারণ (সুপ্রিম-এশিয়া) প্রকল্পের সহযোগিতায় দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলীর উপর ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। এতে সুপ্রিয় এশিয়া প্রকল্পের জেলা প্রকল্প কর্মকর্তা মো. ওহিদুল ইসলামের উপস্থাপনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুন্নাহার।
ওরিয়েন্টেশনে বক্তব্য রাখেন- উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল মতিন, মৎস্য কর্মকর্তা মো. আব্দুস শাকুর, যুব উন্নয়ন কর্মকর্তা মো. মাহবুব আলম সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মাহবুব আলম শাওন ভূঞা, সমবায় কর্মকর্তা আক্তার হোসেন, আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাম্মৎ সেলিনা বেগম, জনস্বাস্থ্য প্রকৌশলের সহকারী প্রকৌশলী মোহাম্মদ খোর্শেদ আলম প্রধান, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সোহরাব আহমদ, সাংবাদিক এম এ এইচ শাহীন, ইসলামপুর পশ্চিম ইউপির চেয়ারম্যান জিয়াদ আলী, পূর্ব ইসলামপুর ইউপির চেয়ারম্যান আলমগীর আলম, উত্তর রণিখাই ইউপির চেয়ারম্যান ফয়জুর রহমান, প্রকল্প কর্মকর্তা মো. গাজীউর রহমান প্রমুখ।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুন্নাহার বলেন, আগামী ১৮ এপ্রিল থেকে ২২ এপ্রিল পর্যন্ত ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এতে বন্যার পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এজন্য আগাম প্রস্তুতি নিতে হবে। হাওরের ধান ৬৫% থেকে ৭০% পাকার সঙ্গে সঙ্গে কর্তন করতে হবে।