কেরানীগঞ্জের আওয়ামী লীগ নেতা ইকবাল চেয়ারম্যান গ্রেফতার – DesheBideshe

কেরানীগঞ্জের আওয়ামী লীগ নেতা ইকবাল চেয়ারম্যান গ্রেফতার – DesheBideshe



কেরানীগঞ্জের আওয়ামী লীগ নেতা ইকবাল চেয়ারম্যান গ্রেফতার – DesheBideshe

ঢাকা, ২১ মার্চ – ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলার শুভাঢ্যা ইউনিয়নের চেয়ারম্যান ও ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেনকে (৫৬) গ্রেপ্তার করেছে নিউ মার্কেট থানা পুলিশ।

শুক্রবার ভোরে নিউ মার্কেট থানার বসুন্ধরা গলি এলাকায় বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসীন উদ্দিন আতিক।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিউ মার্কেট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে কেরানীগঞ্জের উপজেলার শুভাঢ্যা ইউনিয়নের চেয়ারম্যান ইকবালকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ইকবাল নিউ মার্কেট থানায় দায়ের হওয়া বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলার আসামি।

তিনি আরও জানান, ঢাকা জেলা আওয়ামী লীগের নেতা ইকবাল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী ছাত্র-ছাত্রীদের ওপর সক্রিয় হামলাকারী ও ছাত্রলীগের অর্থ অর্থদাতা। এছাড়াও তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্যাদি আইন মামলা রয়েছে। তাকে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

সূত্র: ঢাকা টাইমস
এনএন/ ২১ মার্চ ২০২৫



Explore More Districts