এ মাসেই দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ দল। ওয়ানডে সিরিজ চলাকালীন টেস্ট সিরিজের প্রস্তুতি নিতে ক্যাম্প করবেন মুমিনুলরা।

আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শেষ হলেও বিশ্রাম নেওয়ার যথেষ্ট সুযোগ নেই ক্রিকেটারদের। কেননা এরপরেই উড়াল দিতে হবে দক্ষিণ আফ্রিকায়। অতীত রেকর্ড খুব একটা ভালো না হলেও সেখানকার কন্ডিশন বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং-ই হবে।
Advertisment
তবে প্রধান নির্বাচক নান্নুকে অনুরপ্রেরণা দিচ্ছে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়। তাঁর মতে নিউজিল্যান্ডের বিপক্ষে যে সাহস নিয়ে ক্রিকেটাররা খেলেছিলেন তা যদি প্রোটিয়াদের বিপক্ষে খেলতে পারে তাহলে ভালো কিছুর সম্ভবনা দেখছেন তিনি।
“দক্ষিণ আফ্রিকার কন্ডিশন চ্যালেঞ্জিং এবং কঠিন। এখন যে দলটা আছে, এই দলটা খুবই অভিজ্ঞ এবং দুই ফরম্যাটের দলে ভারসাম্য রয়েছে। নিউজিল্যান্ডে একটা অভিজ্ঞতা রয়েছে, ঘরোয়া ক্রিকেটে অনেকগুলো ম্যাচ খেলেছে। ছেলেরা খেলার মধ্যেই রয়েছে। আমি বিশ্বাস করি চ্যালেঞ্জিং সিরিজে আমরা ভালো করব।”
“নিউজিল্যান্ডের সিরিজের অভিজ্ঞতা কিন্ত যথেষ্ট কাজে লাগবে। প্লেয়াররা এই সাহস নিয়ে খেলতে পারলে সেখানে আমরা ভালো একটা সিরিজ দেখতে পারব। দক্ষিণ আফ্রিকা সিরিজে নিয়ে আগাম বলা মুশকিল। কারণ বেশি চ্যালেঞ্জিং সিরিজ। আমাদের খেলোয়াড়রা সঠিক সময়ে সঠিক জিনিসটা ব্যবহার করতে পারলে ইনশাহআল্লাহ্ ভালো কিছু হবে।”

আগেও কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়ে সিরিজ শুরু হওয়ার আগে-ভাগেই ক্যাম্প করেছে বাংলাদেশ দল। এবারও তা করা হবে। ওয়ানডে সিরিজ চলাকালীন-ই টেস্ট দলে থাকা বাকি ক্রিকেটাররা চলে যাবেন কেপটাউনে। সেখানেই অনুশীলন করবেন ক্রিকেটাররা।
“অবশ্যই আমাদের ক্রিকেটের জন্য বিরাট অনুপ্রেরণা। আমরা কিন্তু কেপটাউনে ক্যাম্পও করব। দল যখন সেখানে যাবে টেস্ট প্লেয়াররা কিন্তু সেখানে চলে যাবে। ওখানে শীতের মৌসুম শুরু হয়েছে। আমি মনে করি কেপটাউনের অভিজ্ঞতা খেলোয়াড়রা কাজে লাগাবে।”
‘তরুণরা না থাকলে কিন্তু ভবিষ্যতে ক্রিকেটেরও ক্ষতি হবে।’https://t.co/drmS2DB9YM
— bdcrictime.com (@BDCricTime) March 4, 2022
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।