কেন নেতৃত্ব ছেড়েছিলেন, দীর্ঘদিন পর জানালেন কোহলি – DesheBideshe

কেন নেতৃত্ব ছেড়েছিলেন, দীর্ঘদিন পর জানালেন কোহলি – DesheBideshe



কেন নেতৃত্ব ছেড়েছিলেন, দীর্ঘদিন পর জানালেন কোহলি – DesheBideshe

নয়াদিল্লি, ০৬ মে – ভারতের হয়ে সাদা বলের ক্রিকেটে সব আইসিসি ট্রফি জিতলেও অধিনায়ক বিরাট কোহলির ট্রফি ক্যাবিনেট ফাঁকা। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ছাড়া অধিনায়ক হিসেবে কিছুই জিততে পারেননি তিনি। আইপিএলেও একই অবস্থা। ২০২১ সালে একই বছরে জাতীয় দল ও আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়কত্ব ছেড়েছিলেন কোহলি।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর একটি অনুষ্ঠানে নেতৃত্ব ছাড়ার কারণ নিয়ে কথা বলেছেন কোহলি। তিনি জানিয়েছেন, লম্বা সময় ধরে অধিনায়কত্বের চাপ সামলাতে বেশ বেগ পেতে হয়েছিল তাকে। ব্যাটিংয়ের সঙ্গে নেতৃত্বের এই বাড়তি চাপ তার জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়ায়।

কোহলি বলেন, ‘২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত আমি পরামর্শ পেয়েছি আইপিএলে অন্য দলে যাওয়ার। একটা সময় পর বিষয়টা কঠিন হয়ে পড়েছিল। আমি ৭-৮ বছর ধরে ভারতের অধিনায়কত্ব করেছি। ৯ বছর বেঙ্গালুরুর। আমি ব্যাট হাতে নামলেই সবাই ভাবত ম‍্যাচ জিতিয়ে ফিরব। এই চাপ সহ্য করতে পারছিলাম না। তাই দায়িত্ব ছেড়েছি।’



Explore More Districts