কেন্দ্রীয় জাতীয় ছাত্র সমাজের ভারপ্রাপ্ত আহ্বায়ক হলেন সখীপুর লাল মাটির কৃতি সন্তান নাজমুল রেজা – News Tangail

কেন্দ্রীয় জাতীয় ছাত্র সমাজের ভারপ্রাপ্ত আহ্বায়ক হলেন সখীপুর লাল মাটির কৃতি সন্তান নাজমুল রেজা – News Tangail

কেন্দ্রীয় জাতীয় ছাত্র সমাজের ভারপ্রাপ্ত আহ্বায়ক হলেন সখীপুর লাল মাটির কৃতি সন্তান নাজমুল রেজা।
….নিজস্ব প্রতিনিধিঃ জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক বিরোধী দলীয় নেতা গোলাম মোহাম্মদ কাদের স্বাক্ষরিত এক সাংগঠনিক নির্দেশে জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সখীপুর লাল মাটির কৃতি সন্তান নাজমুল হাসান রেজাকে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে।
সে সখীপুর উপজেলার বহেরাতৈল ইউনিয়নের বেতুয়া গ্রামের ৮ নং ওয়ার্ডের বীর মুক্তিযোদ্ধা মোঃ কুতুব উদ্দিন আহমেদের একমাত্র ছেলে। সখীপুর পিএম পাইলট মডেল স্কুল থেকে এসএসসি, সখীপুর সরকারি কলেজ থেকে এইচএসসি শেষ করে রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি – ইন- টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অন্য আরেকটি বিশ্ববিদ্যালয় থেকে এল,.এল.বি শেষ করে এম.বি.এ তে অধ্যায়নরত আছেন।

নাজমুল হাসান রেজা এর আগে জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সাংগঠনিক সম্পাদক, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার নির্বাচিত সভাপতি, টাঙ্গাইল জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক এর দায়িত্ব পালন করেন। সখীপুর উপজেলা শাখার সদস্য হিসেবে জাতীয় ছাত্র সমাজে অন্তর্ভুক্ত হয়েছিলেন।

নাজমুল রেজা কোটাবিরোধী আন্দোলনে ছাত্রদের পক্ষে সরাসরি অংশগ্রহণ করেছেন। ২০২৪ সালের ১৮ জুলাই অংশগ্রহণ করার সময় রাজধানীর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে আহত হয়েছিলেন। ২০১৫ সালে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভ্যাট বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেন পরবর্তীতে সরকার শিক্ষার্থীদের ওপর ভ্যাট প্রত্যাহার করতে বাধ্য হয়।

নাজমুল হাসান রেজা জাতীয় ছাত্র সমাজের ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব দেওয়ায় জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সখীপুর উপজেলা ও পৌর জাতীয় পার্টি।

সখীপুর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক আব্দুস সামাদ শিকদার বলেন আমরা অনেক আনন্দিত, আমরা জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান ও মহাসচিব এর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

সখীপুর পৌর জাতীয় পার্টির সদস্য সচিব মোঃ আলমগীর হোসাইন বলেন আমাদের আসনে দীর্ঘদিন যাবৎ আমরা নেতৃত্বশূন্যতায় ভুগছি, সখীপুরের একজন কৃতি সন্তান এমন দায়িত্ব পাওয়ায় আমরা উৎফুল্ল। নাজমুল রেজা একজন পরিশ্রমী, মেধাবী, সাংগঠনিকভাবে দক্ষ , পরীক্ষিত এরশাদ সৈনিক। আমাদের তৃণমূল নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আগামী জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৮ ( বাসাইল- সখীপুর) আসনে তাকে প্রার্থী হিসেবে প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

Explore More Districts