কেন্দুয়া ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত বিষয়ে মতবিনিময় সভা – দৈনিক আজকের জামালপুর

কেন্দুয়া ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত বিষয়ে মতবিনিময় সভা – দৈনিক আজকের জামালপুর




কেন্দুয়া ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত বিষয়ে মতবিনিময় সভা – দৈনিক আজকের জামালপুর



এম.এ রফিক : জামালপুর সদর উপজেলার ১নং কেন্দুয়া ইউনিয়ন পরিষদে গতকাল গ্রাম আদালত নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কেন্দুয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান। বক্তব্য রাখেন গ্রাম আদালতের উপজেলা সমন্বয়ক মোঃ শিবলী। উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যগণসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। সভায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজানুর রহমান বলেন সরকার সাধারণ মানুষকে সহজে আইনী সহায়তা প্রদানের জন্য ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত প্রতিষ্ঠা করেছে। এতে করে একদিকে যেমন অর্থ সাশ্রয় হয় অপরদিকে ছোট খাটো সমস্যাগুলো খুবই সহজে সমাধান করা যায়। তাই উচ্চ আদালতে মামলার জট কমানোর লক্ষ্যে সকলের উচিত গ্রাম আদালতের মাধ্যমে বিচার গ্রহণ করা।


Explore More Districts