
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ডান পা কেটে ফেলা হয়েছে জনপ্রিয় কণ্ঠশিল্পী আকবরের। সোমবার (১৭ অক্টোবর) সকালে এ তথ্য নিশ্চিত করেন আকবরের স্ত্রী কানিজ ফাতেমা।
কানিজ ফাতেমা বলেন, অপারেশন শেষ হয়েছে রবিবার রাতে। তার (আকবরের) ডান পা কেটে ফেলা হয়েছে। সবাই তার জন্য দোয়া করবেন।
এদিকে জানা গেছে, রবিবার বিকেল সাড়ে পাঁচটার পর অস্ত্রোপচারের মাধ্যমে আকবরের ডান পা কেটে ফেলার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। রাজধানীর বেটার লাইফ হাসপাতালে তার অপারেশন সম্পন্ন হয়েছে।
কয়েক বছর ধরেই বিভিন্ন রোগের সঙ্গে লড়াই করছেন আকবর। তার দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। পরে শরীরে পানি জমার কারণে তার ডান পায়ে ক্ষত সৃষ্টি হতে থাকে। এর আগে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তিনি।
প্রায় এক দশক ধরে ডায়াবেটিসে ভুগছেন আকবর। এর মধ্যে কিডনি রোগে আক্রান্ত হয়ে কয়েক দফায় দেশে ও দেশের বাইরে চিকিৎসা করিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চিকিৎসার জন্য ২০ লাখ টাকা অনুদান দিয়েছেন।
এমকে