স্টাফ রিপোর্টার : গত ২৪ ঘণ্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০০ গ্রাম গাঁজা এবং ১৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৭ মাদক কারবারিকে আটক করা হয়েছে।
আটক মাদক কারবারিরা হলেন হানিফ শেখ (২৩), রাজীব শেখ (৩৫), আল মামুন শেখ (২২), কাওসার জামান (২৩), ইমতিয়াজ কবির (২৩), সুজন শেখ (৩০) ও হাসিবুর রহমান (২৪)। হিসেবে উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪টি মামলা হয়েছে। কেএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
