কৃষি জমির টপসয়েল যাচ্ছে ইটভাটায়, লাখ টাকা জরিমানা – দৈনিক আজাদী

কৃষি জমির টপসয়েল যাচ্ছে ইটভাটায়, লাখ টাকা জরিমানা – দৈনিক আজাদী

লোহাগাড়ায় কৃষিজমির টপসয়েল কেটে ইটভাটায় নেয়ার অপরাধে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার বিকেলে উপজেলার পদুয়া ইউনিয়নের নাওঘাটা এলাকায় জেবিএম ইটভাটায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন। তিনি বলেন, রাতের আঁধারে পদুয়া ইউনিয়নের নাওঘাটা ধুপিপাড়া এলাকায় কৃষিজমির টপসয়েল কেটে পাশ্ববর্তী জেবিএম ইটভাটায় নেয়ার খবরে অভিযান পরিচালনা করা হয়। এ সময় কৃষিজমির টপসয়েল কেটে জেবিএম ইটভাটায় কাঁচামাল হিসেবে ব্যবহারের সত্যতা পাওয়া যায়। এজন্য জেবিএম ইটভাটাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Explore More Districts