সারা দেশে কৃষকদের অধিকার আদায়ের লক্ষ্যে ১০ দফা দাবিতে রংপুরে লংমার্চ করেছে কৃষক ঐক্য পরিষদ। বগুড়া থেকে পঞ্চগড়গামী সাত দিনব্যাপী লংমার্চটি আজ রোববার দুপুরে রংপুরে আসে। পরে রংপুর প্রেসক্লাবের সামনে তাঁরা সমাবেশ করে ১০ দফা দাবি জানান।
সংগঠনের রংপুর জেলা শাখার আহ্বায়ক মহিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে বক্তব্য দেন কৃষক ঐক্য পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আহমেদ, মহাসচিব সুলতান আহমেদ, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, কৃষি খাত দেশের অর্থনীতির মেরুদণ্ড হলেও কৃষকেরা আজ নানা দুর্ভোগের শিকার। কিন্তু কোনো সরকারই কৃষি খাতকে গুরুত্ব দিচ্ছে না। সমাবেশ থেকে ১০ দফা দাবি জানানো হয়।