জুমবাংলা ডেস্ক : মুফতি হাবিবুর রহমান মিসবাহ তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে দাবি করেছেন যে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স) প্রযুক্তি দাজ্জালের আবির্ভাবের প্রমাণ।
তিনি বলেন, “এআই প্রযুক্তি মানুষের কাছে এমন কিছু তৈরি করছে যা সহজেই বিশ্বাসযোগ্য হয়ে উঠছে এবং এর মাধ্যমে মানুষের মনে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে।”
মুফতি মিসবাহ আরো উল্লেখ করেন, “এআই দিয়ে যে কোনো কিছু বানিয়ে ফেলা হচ্ছে, আর মানুষ তা বিশ্বাসও করছে। দাজ্জালের হাতে জান্নাত-জাহান্নামও সহজেই বিশ্বাসযোগ্য হয়ে যাবে।”
এবার নিজস্ব এআই চিপ তৈরি করেছে মেটা, ব্যয় কমিয়ে কার্যক্ষমতা বাড়ানোই মূল লক্ষ্য
তিনি এআই প্রযুক্তিকে তার কাছে দাজ্জালের একটি রূপ হিসেবে আখ্যায়িত করেছেন এবং সতর্ক করে দিয়ে বলেন, “এটি ঈমানের কঠিন পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে। যদি আল্লাহ হেফাজত না করেন, তবে মানুষকে এই বিভ্রান্তি থেকে বাঁচানো সম্ভব নয়।”