- নারায়ণগঞ্জ, শহর
- নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহন
কুষ্টিয়া পল্লী বিদ্যৎ সমিতির দুই ডিজিএমকে বিদায় সংবর্ধনা
- আপডেট টাইম : ডিসেম্বর, ২৭, ২০২১, ১১:০৬ পূর্বাহ্ণ
- 24 পড়েছেন
ষ্টাফ রিপোর্টার:
কুষ্টিয়ার পল্লী বিদ্যুৎ সমিতির দুই ডেপুটি জেনারেল ম্যানেজারকে বদলী জনিত কারণে বিদায় সংবর্ধণা দেওয়া হয়েছে।
রোববার (২৬ ডিসেম্বর) বেলা ১১টায় কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির উদ্যোগে সমিতির প্রশিক্ষণ হলরুমে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বদলীজনিত দুই ডেপুটি জেনারেল ম্যানেজারদ্বয় হলেন, কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার (সদর-কারিগরি) প্রকৌশলী রঞ্জন কুমার ঘোষ ও ডেপুটি জেনারেল ম্যানেজার (মিরপুর জোনাল অফিস) প্রকৌশলী এনামুল হক।
কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার (সদর-কারিগরি) প্রকৌশলী রঞ্জন কুমার ঘোষকে মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতিতে ও মিরপুর ডেপুটি জেনারেল ম্যানেজার (মিরপুর জোনাল অফিস) প্রকৌশলী এনামুল হককে মুন্সিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিতে বদলী করা হয়েছে।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার এসএম নাসির উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালনা পরিষদের সচিব কাঞ্চন কুমার, এলাকা পরিচালক আতিকুজ্জামান শাকিল, আলী রেজা খাঁন, কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার দেবাশীষ কুমার ভট্রাচার্য্য, আনসার উদ্দিন, মির্জা কে.আই তুহিন, এজিএম আব্দুল হক,সহকারী জেনারেল ম্যানেজার (ওএন্ডএম) শাহীনূর আক্তার, সহকারী জেনারেল ম্যানেজার (অর্থ হিসাব) পলাশ হোসেনসহ পল্লী বিদ্যুত সমিতির কর্মকর্তাবৃন্দ।