আপডেটঃ 2:40 pm | September 11, 2022

মো: নাজমুল হুদা মানিক ॥ ‘কৃষক বাঁচলে বাচঁবে দেশ’ শ্লোগান কে সামনে নিয়ে ময়মনসিংহ সদর উপজেলার ২নং কুষ্টিয়া ইউনিয়ন কৃষক লীগের উদ্যোগে ১০ সেপ্টেম্বর বাদ মাগরিব বিদ্যাগঞ্জ বাজারে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কুষ্টিয়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মো: আজিজুল হক আজি‘র সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক মো: জাকির হোসেন এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা কৃষক লীগের সভাপতি আলহাজ্ব আব্দুর রহিম মিন্টু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া ইউনিয়নের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্বা এস এম শামসুল হক কালু, ময়মনসিংহ সদর উপজেলা কৃষক লীগের সভাপতি আলহাজ্ব ইউসুফ আলী, ইউনিয়ন আওয়ামী লীগের ত্রান ও সমাজ কলান সম্পাদক আব্দুর রহিম, ওয়ার্ড আওয়ামী লীগের নেতা শরিফুল ইসলাম ফকির সহ নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ বলেন, বর্তমান সরকার দেশের উন্নয়নে অভুতপুর্ব সাফল্য অর্জন করলেও বিএনপি জামাত সহ দুস্কৃতিকারী মহল সরকারের বিরোদ্ধে নৈরাজ্য সৃষ্টি করছে। সন্ত্রাসের মাধ্যমে জনগনের জানমালের ক্ষতির কারন হয়ে দাড়িয়েছে। সাম্প্রতিক সময়ে তাদের অপতৎপরতা বৃদ্ধি পেয়েছে। নেতৃবৃন্দ আরো বলেন, সরকার কৃষিপন্য উৎপাদনে ব্যাপক সহায়তা করে আসছে। কৃষকের মাঝে ন্যায্যমুল্যে /নির্ধারিত মুল্যে সার বীজ বরাদ্য করেছে। প্রশাসনের পাশাপাশি আওয়ামীলীগ তথা কৃষকলীগের নেতৃবৃন্দের উচিৎ সার ও বীজ ডিলাররা যাতে কৃত্রিম সংকট সৃষ্টি করে সরকারের ভাবমুত্রি ক্ষুন্ন করতে না পারে সে দিকে সজাগ থাকা। এ বিষয়ে কুষ্টিয়া ইউনিয়নের চেয়ারম্যান, আওয়ামীলীগের সভাপতি/সাধারন সম্পাদক, কৃষকলীগের নেতৃবৃন্দের সমন্বয়ে মনিটরিং কমিটি গঠন ও যথাযত কর্তৃপক্ষের কাছে রিপোর্ট প্রদানের সিদ্ধান্ত গ্রহন করা হয়।