দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে টর্নেডো সৃষ্টি হয়ে পানি উর্ধ্বমুখী উঠে যাওয়ার ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকালের দিকে উপজেলার মরিচা ইউনিয়নের কোলদিয়াড় এলাকায় পদ্মা নদীতে এ ঘটনা ঘটে।
ইতিমধ্যে এই ঘটনার বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও গুলোতে দেখা যায় হঠাৎ করে পদ্মা নদীর পানি আকাশের দিকে উঠে যাচ্ছে।
এ বিষয়ে জানতে কুষ্টিয়া ও পাবনার ঈশ্বরদী আবহাওয়া অফিসের কর্মকর্তারা কোন তথ্য দিতে পারেননি। তবে নদীতে টর্নেডোর ঘটনা ঘটছে তা নিশ্চিত করেছেন তারা।
স্থানীয়রা জানিয়েছেন প্রায় ১০ মিনিট ধরে এ দৃশ্য দেখেছেন।
প্রত্যক্ষদর্শীদের একজন দৌলতদিয়ারের জামাল খান। তিনি জানান, ঝড় বয়ে যাওয়ার সময় তিনিসহ অনেকেই খেয়াল করেন বাতাসের সাথে সাথে পাক হয়ে কিচু একটি উপরের দিকে উঠে যাচ্ছে। লক্ষ্য করে দেখতে পান ওটা পানি ছিল।
এ বিষয়ে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল হাই সিদ্দিকী বলেন, বিডিওটি তার কাছে রয়েছে। ভাল করে চেক করে বোঝা যাবে প্রকৃত বিষয়টি কি।
