কুষ্টিয়ায় ট্রাকচাপায় প্রাণ গেলো ব্যবসায়ীর

কুষ্টিয়ায় ট্রাকচাপায় প্রাণ গেলো ব্যবসায়ীর

কুষ্টিয়া শহর বাইপাস সড়কে ট্রাকের চাপায় রবিউল ইসলাম (৪৫) নামে একজন মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

সোমবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় কুষ্টিয়া ত্রিমোহনী বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রবিউল ইসলাম মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার মহিলা কলেজপাড়া এলাকার আব্দুল কাদেরের ছেলে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে কুষ্টিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) লিয়াকত আলী জানান, রবিউল ইসলাম মামলা সংক্রান্ত কাজে আজ সকালে মেহেরপুর থেকে কুষ্টিয়া আদালতে আসেন। কাজ শেষে করে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে ত্রিমোহনী বাইপাস সড়কে পেছন থেকে একটি পিকআপ ট্রাক ধাক্কা দিলে মোটরসাইকেল চালক রবিউল ইসলাম রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন। পিকআপটি আটক করা সম্ভব হয়নি বলেও জানান তিনি।

Explore More Districts