কুলাউড়ায় অভিযান, অবৈধ ডায়াগনস্টিক সেন্টারে সিলগালা

কুলাউড়ায় অভিযান, অবৈধ ডায়াগনস্টিক সেন্টারে সিলগালা

কুলাউড়ায় অভিযান, অবৈধ ডায়াগনস্টিক সেন্টারে সিলগালা

কুলাউড়া প্রতিনিধি:  মৌলভীবাজারের কুলাউড়ায় অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৩১ মে) দুপুরে এ অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম ফরহাদ চৌধুরী।

অভিযানকালে লাইসেন্স না থাকার দায়ে পৌর শহরের ইমপালস ডায়াগনস্টিক সেন্টার, ইউনি এইড ডায়াগনস্টিক সেন্টার ও ব্রাহ্মণবাজারের হিউম্যান হেলথ কেয়ার অ্যান্ড ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা করা হয়। এছাড়াও আটক করা হয় একজনকে। আটক ব্যক্তি কোনো ধরনের ডিগ্রি ছাড়াই ব্রাহ্মণবাজারের হিউম্যান হেলথ কেয়ার অ্যান্ড ফিজিওথেরাপি সেন্টারে রক্ত সঞ্চালন দায়িত্ব পালন করছিলেন।

অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার, আরএমও ডা. জাকির হোসেন ও স্যানিটারি ইন্সপেক্টর জসিম উদ্দিন। তাছাড়া কুলাউড়া থানার এসআই হারুনুর রশীদের নেতৃত্বে একদল পুলিশ অভিযানে সহযোগিতা করেন।

অভিযান শেষে ইউএনও এটিএম ফরহাদ চৌধুরী বলেন, অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

ডিএস/বিআরএন

Explore More Districts