কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে শুকুরাম উরাং (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবক মুরইছড়া চা বাগান বস্তি এলাকার বাসিন্দা দাসনু উরাংয়ের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুকুরাম উরাং বৃহস্পতিবার দুপুরে সীমান্তবর্তী ১৮৪৪ নম্বর পিলারের পাশে তাদের কৃষি জমিতে কাজ করতে যান। এসময় তিনি তার গৃহপালিত পশুকে খেতের মধ্যে ঘাস খাওয়াচ্ছিলেন। কিছুক্ষণ পর দুপুর দেড়টার দিকে ভারতীয় বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। পরে তিনি দৌড়ে কিছুদূর এগিয়ে এসে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুলাউড়া সদর হাসপাতালে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দা শাহজান কবির জানান, শুকুরাম উরাং বিএসএফের গুলিতে গুলিবিদ্ধ হয়ে সীমান্ত থেকে দৌড়ে এসে মাটিতে পড়ে যান, পড়ে আমরা তাকে পানি খাওয়াই। তখনও তিনি জীবিত ছিলেন। পরে গাড়ি এনে কুলাউড়া হাসপাতালে নিয়ে আসার পথে তার মৃত্যু ঘটে।

শাহজান আরও বলেন, নিহত শুকুরাম উরাং ঢাকায় একটি কোম্পানিতে চাকুরি করতেন। ১৫-২০ দিন আগে তিনি বাড়িতে ছুটিতে এসে পরিবারের সদস্যদের কৃষিকাজে সহযোগিতা করছিলেন।

কুলাউড়া সদর হাসপাতালের চিকিৎসকরা জানান, বিএসএফের গুলিতে আহত যুবক হাসপাতালে আনার আগেই মৃত্যুবরণ করেন।

এ ব্যাপারে কুলাউড়া থানার ওসি ওমর ফারুক বলেন, শুকুরাম উরাংয়ের লাশ কুলাউড়া সদর হাসপাতালে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে প্রেরণ করা হয়েছে।

Explore More Districts