কুরআনের নির্দেশনায় বৈষম্যহীন সমাজ গঠন সম্ভব

কুরআনের নির্দেশনায় বৈষম্যহীন সমাজ গঠন সম্ভব

কুরআনের নির্দেশনায় বৈষম্যহীন সমাজ গঠন সম্ভব

লিডিং ইউনিভার্সিটিতে মানব জীবনে পবিত্র কুরআনের গুরুত্ব বিষয়ক সেমিনার এবং কুরআন বিতরণ অনুষ্ঠিত। লিডিং ইউনিভার্সিটির ইসলামিক কালচারাল ফোরামের আয়োজনে বুধবার (২২ অক্টোবর) অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন।

লিডিং ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ও লিডিং ইউনিভার্সিটির ইসলামিক কালচারাল ফোরামের উপদেষ্টা ড. মো. জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিলেট নগরীর আম্বরখানা মসজিদের ইমাম ও খতিব মুফতি জিয়াউর রহমান।

জীবনের প্রতিটি কাজে আল কুরআনের নির্দেশনা রয়েছে উল্লেখ করে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, কুরআনের নির্দেশনায় বৈষম্যহীন সমাজ গঠন সম্ভব। সমাজে ইসলামের আদর্শকে তুলে ধরার সুযোগ সৃষ্টিতে লিডিং ইউনিভার্সিটিতে ইসলামিক স্টাডিজ বিভাগে ইসলামিক ইকোনমিক্স এন্ড ব‍্যাংকিং বিষয় চালু করার জন‍্য বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা দানবীর ড. সৈয়দ রাগীব আলীকে তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি আরো বলেন, সবার জন‍্য নিজের দায়িত্ব পালন করা যেমন জরুরি তেমনি কুরআনের নির্দেশনা ও মর্ম ধারণ করে দায়িত্ব পালন করলে সফলতা সম্ভব। তিনি অনুষ্ঠানে এসে কুরআনের আলোকে শিক্ষার্থীদের উদ‍্যেশে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন‍্য মূখ্য আলোচককে এবং অনুষ্ঠান আয়োজনের জন‍্য লিডিং ইউনিভার্সিটি ইসলামিক কালচারাল ফোরামকে ধন্যবাদ জানান।

মূখ্য আলোচক মুফতি জিয়াউর রহমান বলেন, কুরআনের সাথে জীবনের সম্পর্ক তৈরি করতে হবে, কুরআনে অতিত, বর্তমান এবং ভবিষ্যৎ জীবনের চলার পাথেয় বলা আছে। পবিত্র কুরআনের দিকনির্দেশনা জীবনে ধারণ করতে পারলে চলার প্রতিটি পথ সহজ হবে এবং মানসিক প্রশান্তি জোগান দিবে। পরিশেষে তিনি শিক্ষার্থীদেরকে পবিত্র কুরআন বিশুদ্বভাবে তিলাওয়াত করতে, অর্থ ও মর্ম বুঝে তিলাওয়াত করতে, নিজে আমল করতে এবং অন‍্যের কাছে কুরআনের শিক্ষা পৌঁছে দেওয়ার পরামর্শ দেন।

পবিত্র কুরআন বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন লিডিং ইউনিভার্সিটির ব‍্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভূঁইয়া, কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন ড. মো. রেজাউল করিম, রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম, পরিচালক অর্থ ও হিসাব মোহাম্মদ কবির আহমেদ, ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারি অধ‍্যাপক ড. ফজলে এলাহি মামুন, ব‍্যবসায় প্রশান বিভাগের সহকারি অধ‍্যাপক ড. আশরাফ আল হক, লিডিং ইউনিভার্সিটি জামে মসজিদের খতিব মাওলানা আব্দুস সালাম সালেহী। এতে স্বাগত বক্তব্য প্রদান করেন লিডিং ইউনিভার্সিটি ইসলামিক কালচারাল ফোরামের সহ-উপদেষ্টা মো. মামুনুর রশিদ।

কালচারা ক্লাবের প্রেসিডেন্ট আবুল কাশেম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন তাহিদ আহমেদ চৌধুরী। এতে নাশিদ পরিবেশন করেন আব্দুল হক মো: শহীদ। অনুষ্ঠানে লিডিং ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Explore More Districts