কুয়াকাটায় ৪৬ কেজি ওজনের পাখি মাছ, বিক্রি ৯ হাজার টাকায়

কুয়াকাটায় ৪৬ কেজি ওজনের পাখি মাছ, বিক্রি ৯ হাজার টাকায়

৯ October ২০২৪ Wednesday ৫:০৮:৪১ PM

Print this E-mail this


কলাপাড়া ((পটুয়াখালী) প্রতিনিধি:

কুয়াকাটায় ৪৬ কেজি ওজনের পাখি মাছ, বিক্রি ৯ হাজার টাকায়

পটুয়াখালীর কুয়াকাটা মৎস্য মার্কেটে বিশাল একটি পাখি মাছ বিক্রির জন্য নিয়ে আসেন পাথরঘাটার জেলে সোহেল রানা। ৪৬ কেজি ওজনের এই মাছটি তাঁর জালে ধরা পড়েছে। আজ বুধবার সকালে বাজারে মাছটি নিয়ে এলে দেখতে ভিড় করেন উৎসুক জনতা।

জানা গেছে, উপকূলে এসব মাছের চাহিদা না থাকায় নিলামের মাধ্যমে মো. হাসান নামের এক মাছ ব্যবসায়ী ২০০ টাকা কেজি দরে মাছটি ৯ হাজার ২০০ টাকায় কিনে নেন।

জেলে সোহেল রানা বলেন, ‘এই প্রজাতির মাছ এখন কম ধরা পড়ছে। মাছগুলো বেশ শক্তিশালী আমার কাছে মনে হয়। আগে সাগরে আরও বেশি ধরা পড়ত এই মাছ। সাগরে জাল পাতলে বিশাল আকৃতির মাছটি ধরা পড়ে। আজ সকালে কুয়াকাটা এই বাজারে নিলামের মাধ্যমে বিক্রি করেছি।’

কলাপাড়া উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ‘এটি মূলত সেইল ফিশ। জেলেরা এটিকে পাখি মাছ বলে থাকেন। এই মাছগুলো গভীর সমুদ্র থাকে। ঘন ঘন সমুদ্রের আবহাওয়া খারাপ থাকায় মাছগুলো উপকূলে আসে না। এ কারণে কম ধরা পড়ছে। তবে আগের চেয়ে বঙ্গোপসাগরে এসব মাছ বেড়েছে। আশা করছি, আরও বড় বড় আকারের মাছ জেলেরা শিকার করতে পারবেন।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts