কুয়াকাটায় বেড়াতে আসা তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কুয়াকাটায় বেড়াতে আসা তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৪ September ২০২৪ Saturday ৮:২২:৩২ PM

Print this E-mail this


কুয়াকাটায় বেড়াতে আসা তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সৈয়দ রাসেল, কলাপাড়া.কলাপাড়া কুয়াকাটায় ঝুলন্ত অবস্থায় আফরোজা আক্তার রিতু (১৯) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকাল ৩ টার দিকে একটি আবাসিক হোটেল থেকে তার মরদেহ উদ্ধার করে মহিপুর থানা পুলিশ।

পুলিশ ও হোটেল সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার বিকালে আফরোজা আক্তার রিতুসহ ৪ জনের একটি দল কুয়াকাটায় বেড়াতে আসে। সন্ধ্যায় তারা হোটেল নিউ সী-বিচ হোটেলের ৫০১ নং কক্ষটি (সুইট রুম) ভাড়া নেন। গতকাল রাত পর্যন্ত স্বাভাবিকভাবেই চলাফেরা করছিলো তারা। আজ হঠাৎ চিৎকার শুনে হোটেল ম্যানেজারসহ কর্মচারীরা গিয়ে ওই নারীর রুম ভিতর থেকে আটকানো অবস্থায় দেখেন এবং তার সাথে থাকা অপর ৩ জনকে রুমের সামনে বসে থাকতে দেখেন। পরে ডাকাডাকি করেও তার কোনো সাড়াশব্দ না পেয়ে পুলিশে খবর দিলে তারা এসে দরজা ভেঙে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করেন। এসময় তার সঙ্গীরা পালানোর চেষ্টা করলে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।

এ বিষয়ে হোটেল নিউ সী-বিচ’র ম্যানেজার রুমান মৃধা বলেন, ‘গতকাল হোটেলের নিয়ম অনুযায়ী ডাইরি করে তাদের কাছে রুম ভাড়া দেয়া হয়। আফরোজা আক্তার রিতু হোটেলের রেকর্ড বইয়ে তার স্বামীর নাম উল্লেখ করেন ঈসা মীর। তার বাড়ি যশোর জেলার চোকদাপপাড়া থানার বেজপাড়া গ্রামে।

’তিনি আরও বলেন, ‘আজ হঠাৎ চিৎকার শুনে গিয়ে দেখি ওই তরুণীর রুমের দরজা ভিতর থেকে আটকানো। তার সাথে থাকা অপর ৩ জন দরজার সামনে বসেছিলেন। আমরা অনেকক্ষণ ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ না পেয়ে পুলিশে খবর দিই। পরে পুলিশ এসে দরজা ভেঙে তার লাশ উদ্ধার করে নিয়ে যায়।’এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে হোটেলের দরজা ভেঙে ওই তরুণীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। তার সাথে থাকা সঙ্গীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।‌ বিষয়টি তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts