জানুয়ারি ৩১, ২০২৪
স্টাফ রিপোর্টার:
কুমিল্লা সেনানিবাসে অবস্থিত সেনাবাহিনী কর্তৃক পরিচালিত স্বনামধন্য ইংলিশ ভার্সন শিক্ষা প্রতিষ্ঠান ময়নামতি ইংলিশ স্কুল এন্ড কলেজের ২৪তম আন্তঃ হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ এর সমাপনী অনুষ্ঠান বিদ্যালয়ের মাঠে অত্যন্ত জাকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।
বুধবার (৩১ জানুয়ারি) বিকেলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত হয়।
কুমিল্লা সেনানিবাসের ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি, কুমিল্লা এরিয়া কমান্ডার এবং ময়নামতি ইংলিশ স্কুল এন্ড কলেজের প্রধান পৃষ্ঠপোষক মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রধান অতিথি এবং মোসাঃ বাবেয়া খাতুন বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠানের প্রথম পর্বে ক্রীড়া প্রতিযোগিতা ও দ্বিতীয় পর্বে জাকজমকপূর্ণ ও মনোজ্ঞ ডিসপ্লে অনুষ্ঠিত হয়।
পুরস্কার বিতরণী পর্ব শেষে প্রধান অতিথি প্রতিষ্ঠানের সার্বিক অগ্রগতিতে প্রতিষ্ঠানের সকল সদস্যকে ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে ক্রীড়া ও ডিসপ্লে পরিবেশনার ভূয়সী প্রশংসা করে বিদ্যালয়টি শিক্ষা, ক্রীড়া ও সহ-পাঠ্য কার্যক্রমে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন। এরুপ অগ্রগতি অব্যাহত থাকলে অচিরেই বিদ্যালয়টি অত্র অঞ্চলের মধ্যে তথা সারা দেশে অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন৷
২৪তম আন্তঃ হাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ এ জয়নুল আবেদিন হাউজ চ্যাম্পিয়ন ও বেগম রোকেয়া হাউজ রানার আপ হওয়ার গৌরব অর্জন করে৷
অনুষ্ঠানে কুমিল্লা সেনানিবাসের উর্ধ্বতন কর্মকর্তাগণ সহ বিভিন্ন স্কুল ও কলেজের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকগণ এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন৷
আর পড়তে পারেন