কুমিল্লা নগরীতে বিজিবির অভিযান: ১৩ মোটরসাইকেল চালককে জরিমানা – Ajker Comilla

কুমিল্লা নগরীতে বিজিবির অভিযান: ১৩ মোটরসাইকেল চালককে জরিমানা – Ajker Comilla






















আজকের কুমিল্লা ডট কম :

মে ১৬, ২০২২


কুমিল্লা নগরীতে বিজিবির অভিযান: ১৩ মোটরসাইকেল চালককে জরিমানা – Ajker Comilla

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে নগরীজুড়ে মোটরসাইকেল আটক করে জরিমানা আদায় করে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) হতে মোতায়েনকৃত বিজিবি প্লাটুন ।

আগামী ১৫ জুন অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্নের নিমিত্তে নির্বাচনী এলাকায় টহল/পেট্রোলিং এর উদ্দেশ্যে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) হতে নাঃ সুবেঃ মোঃ শাহআলম এর নেতৃত্বে  ১  প্লাটুন বিজিবি সদস্য গত ১৫ মে হতে নির্বাচনী এলাকায় মোতায়েন রয়েছে।

এই  প্লাটুন ১৬ মে বেলা ১২ টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন সুলতানা নিপা এর নেতৃত্ত্বে  নগরীর “চক বাজার” এলাকায় মোট ১৩টি মোটর সাইকেল (লাইসেন্স, হেলমেট এবং ফিটনেস বিহীন) আটক করে মোটর সাইকেল  চালককে সর্বমোট সাড়ে ১১ হাজার টাকা নগদ জরিমানা করা হয়।

নির্বাচন পূর্ববর্তী সময়ে বিজিবি কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর সহকারী পরিচালক  মোঃ পারভেজ শামীম।
































আর পড়তে পারেন













Explore More Districts