কুমিল্লা চাঁদপুর সড়কে আইদি পরিবহনের বিরুদ্ধে হাইকোর্টের রুল

কুমিল্লা চাঁদপুর সড়কে আইদি পরিবহনের বিরুদ্ধে হাইকোর্টের রুল

চাঁদপুর কুমিল্লা রুটে যাত্রীসেবা চলাচলকারি আইদি পরিবহন বাসের পরিসেবা স্থগিত আদেশ দিয়েছে মহামান্য হাইকোর্ট। বাংলাদেশ সুপ্রিম কোর্টের ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুনের রিটের পরিপ্রেক্ষিতে বিচারপতি ফাহমিদা কাদের এবং বিচারপতি মুবিনা আসাফের বেঞ্চ শুনানি শেষে এ স্থগিতাদেশ দেন।

স্থগিত আদেশের বিষয়ে কুমিল্লা জেলা পরিবহন মালিক সমিতির সভাপতি কবির আহমেদ ও মহাসচিব আব্দুর রব বলেন, পারমিটবিহীন আইদি সার্ভিস অনুমোদন ছাড়াই অবৈধভাবে চলাচল করে আসছে তার পরিপ্রেক্ষিতে আদালতের শরণাপন্ন হলে হাইকোর্ট সার্ভিসটি অবৈধ বলে স্থগিতাদেশ দেন।

বোগদাদ বাস পরিবহনের পরিচালক মো. জসিম উদ্দিন বলেন, তারা কিছু লোক ভাড়া করে জোরপূর্বক কুমিল্লা অঞ্চলে প্রবেশ করেছে। কিন্তু কাগজপত্রে সরকারি বৈধতা নিশ্চিত করা ছাড়া এভাবে তারা এতোদিন অন্যায় ভাবে পরিবহন সার্ভিস চালিয়ে আসছে যা আদালত কর্তৃক অবৈধ ঘোষণা করেন।

আইদি পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক মনির হোসেন বলেন, আমরা শুনেছি তবে এখনো আদালতের রিট পাইনি। আমাদের হাতে ফেলে আইনি ভাবে এর জবাব দিবো।

প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়, ১০ মার্চ ২০২৫

Explore More Districts