কুমিল্লা-কসবা সড়ক প্রকল্প স্থগিতাদেশের প্রতিবাদে স্মারকলিপি

কুমিল্লা-কসবা সড়ক প্রকল্প স্থগিতাদেশের প্রতিবাদে স্মারকলিপি

কুমিল্লা-কসবা সড়ক প্রকল্পটি একনেকে অনুমোদনের পর চূড়ান্ত অনুমোদন না করে প্রশাসনিক স্থগিতাদেশের প্রতিবাদে পরিকল্পনা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করে কুমিল্লা বাঁচাও মঞ্চ।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসক মু. রেজা হাসান এর কাছে স্মারকলিপিটি প্রদান করা হয়।

কুমিল্লা বাঁচাও মঞ্চের আহ্বায়ক সিদ্দিকুর রহমানের নেতৃত্বে স্মারকলিপি প্রদানে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু, কুমিল্লা বাঁচাও মঞ্চের সদস্য সচিব নাসির উদ্দিন, কেন্দ্রীয় সদস্য সচিব এডভভোকেট মোতালেব হোসেন, এডভোকেট আক্তার হোসেন প্রমুখ।

স্মারকলিপিতে উল্লেখ করা হয় কুমিল্লা – কসবা সড়কটি এই অঞ্চলের অতি গুরুত্বপূর্ণ। এটা কুমিল্লার সাথে ব্রাহ্মণবাড়িয়ার যোগাযোগ স্থাপন করেছে। দুটি জেলার মানুষজন এ রাস্তায় প্রতিনিয়ত যাতায়াত করে। সড়ক বিভাগ কুমিল্লা ২০২৩ সালে এ সড়কটির জন্য একটি প্রকল্প প্রস্তাব পাঠায়। প্রস্তাবটি ২০২৪ সালে একনেকে অনুমোদন হয়। অনুমোদনের খবর ছড়িয়ে পড়লে এ সড়কের যাতায়াতকারী কয়েকটি উপজেলা ও ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা যাতায়াতকারীরা আশার আলো দেখে।

একনাকে অনুমোদিত ডিপিপি পুনরায় মাঠ পর্যায়ে এবং মাঠ পর্যায়ের জরিপ শেষে পরিকল্পনা কমিশন হয়ে উপদেষ্টা মহোদয়ের নিকট পৌঁছে।

নানা কর্মযজ্ঞ অতিক্রান্তের পর চূড়ান্ত অনুমোদনের জন্য ১৪ মাস পেরিয়ে গেলেও ডিপিপি প্রকল্পটি আসার আলো দেখিনি। এতে স্থানীয় জনগণ চরম ক্ষুব্ধ। এছাড়া ২০২৪ এর বন্যা ও অতি বৃষ্টির ফলে খানাখন্দে সড়কটি চলাচলের কোন অনুপযোগী হয়ে পড়েছে। এছাড়া একনেকে অনুমোদিত হওয়ায় সড়কটিতে সড়ক বিভাগ কুমিল্লা কোন বৃহৎ পরিকল্পনা গ্রহণ করতে পারছে না। অনুমোদিত প্রকল্পটি চূড়ান্ত অনুমোদন বিলম্ব কেন এ বিষয়েও সড়ক বিভাগ কুমিল্লা কোন সদ উত্তর দিতে পারছে না।

সড়ক ও জনপদ অধিদপ্তর কর্তৃক সম্পূর্ণ জিওবি অর্থায়নে বাস্তবায়নের জন্য প্রস্তাবিত কুমিল্লা সালদা কসবা সড়কের (এন ১১৪) জাতীয় মহাসড়ক মানে উন্নতিকরণে মাননীয় উপদেষ্টা প্রকল্পটি বাস্তবায়নের প্রয়োজনীয়তা এবং ব্যয় প্রাক্কলনের যৌক্তিকতা সম্পর্কে সড়ক বিভাগের কাছে মতামত চান।

চাহিত মতামত ও তথ্যের প্রেক্ষিতে অনুমোদন আদেশ জাড়ির লক্ষ্যে প্রকল্পটি উপস্থাপিত হলে মাননীয় উপদেষ্টা গত ২৪ নভেম্বর প্রকল্পটি স্থগিতের আদেশ দেন।

ফলে দীর্ঘদিনের খানা খন্দে ভরা সড়কটি দিয়ে চলাচল কারীরা হতাশ হয়ে পড়েন। এ অবস্থায় প্রকল্পটির স্থগিতাদেশ প্রত্যাহার করে চূড়ান্ত অনুমোদনের জন্য পরিকল্পনা উপদেষ্টার নিকট অনুরোধ করেন কুমিল্লা বাঁচাও মঞ্চ। অন্যথায় কুমিল্লা বাঁচাও মঞ্চ বৃহত্তর আন্দোলন কর্মসূচি ডাক দিবে বলে জানানো হয়।

এ বিষয়ে কুমিল্লা বাজার মঞ্চের সদস্য সচিব নাসির উদ্দিন বলেন, কুমিল্লা শালদা কসবা সড়কটি এ অঞ্চলের কয়েকটি উপজেলা ও কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া মধ্যে এক সেতু বন্ধন। প্রকল্পটি একনেকে অনুমোদন হলেও চূড়ান্ত আদেশে বিলম্বিত হওয়ায় আমরা ইতিমধ্যে চূড়ান্ত আদেশের জন্য আবেদন করেছিলাম। কিন্তু গত ২৪ নভেম্বর প্রকল্পটি স্থগিত করে দেয়া হয়। এতে আমরা অত্যন্ত হতাশ। আমরা মাননীয় পরিকল্পনা উপদেষ্টার কাছে অনতিবিলম্বে স্থগিতাদেশ প্রত্যাহার করে এ প্রকল্পটি চূড়ান্ত অনুমোদনের জন্য দাবী জানাচ্ছি।

কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান বলেন, স্মারকলিপি পেয়েছি। আমরা এটি মন্ত্রণালয়ে ফরোয়ার্ড করে দিবো।

প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল,
৪ ডিসেম্বর ২০২৫

Explore More Districts