কুমিল্লার হোমনায় পৃথক অভিযানে মহিলাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক – Ajker Comilla

কুমিল্লার হোমনায় পৃথক অভিযানে মহিলাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক – Ajker Comilla

কুমিল্লার হোমনায় পৃথক অভিযানে মহিলাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক – Ajker Comilla

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার হোমনায় ২৫ পিছ ইয়াবা ও ১৫ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

রবিবার (২০ জুন) সকাল সাড়ে ৮ টার দিকে পুলিশের বিশেষ অভিযানে নতুন বাস ষ্ট্যান্ড থেকে মো. সেলিম (২১) নামের একজনকে ২৫ পিছ ইয়াবাসহ অটক করা হয়েছে।

সে হোমনা উপজেলার মিরাশ গ্রামের খালেক মিয়ার ছেলে।

এছাড়াও সকাল সাড়ে ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হোমনা থানার এস আই শামীম আহাম্মেদের নেতৃত্বে বাস ষ্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে দুই জনকে আটক করে দেহ তল্লাশি করে তাদের নিকট থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আসামীরা হলেন, বি- বাড়িয়ার আখাউড়া উপজেলার রেলওয়ে কলোনীর মৃত কালা মিয়ার মেয়ে হেনা আক্তার (২৬) ও একই গ্রামের ফয়েজ মিয়ার ছেলে মো. ইব্রাহিম খলিল (২৬)।

থানা সূত্রে জানা যায়, আসামীরা দীর্ঘদিন ধরে পরিবহনের মাধ্যমে বিভিন্ন উপজেলায় মাদক কেনাবেচা করে আসছিলেন। এ ঘটনায় হোমনা থানায় পৃথক দুইটি মামলা হয়েছে।

এ বিষয়ে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কায়েস আকন্দ জানান, পুলিশের বিশেষ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৩ জনকে আটক করা হয়েছে। এদের নামে পৃথক দুইটি মামলা হয়েছে। আগামীকাল তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হবে।

Explore More Districts