কুমিল্লার বরুড়ায় ৩০টি গাঁজার গাছসহ নারী মাদক ব্যবসায়ী আটক – Ajker Comilla

কুমিল্লার বরুড়ায় ৩০টি গাঁজার গাছসহ নারী মাদক ব্যবসায়ী আটক – Ajker Comilla






















আজকের কুমিল্লা ডট কম :

জুন ১৪, ২০২৩


কুমিল্লার বরুড়ায় ৩০টি গাঁজার গাছসহ নারী মাদক ব্যবসায়ী আটক – Ajker Comilla

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার বরুড়া উপজেলা থেকে ৩০টি গাঁজার গাছসহ পেয়ারা বেগম (৪৫) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার গভীর রাত সারে ৩টায় পেয়ারা বেগমের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক হওয়া নারী উপজেলার গালিমপুর গ্রামের সেলিম মিয়ার স্ত্রী।

গোপন সংবাদের ভিত্তিতে বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফিরোজ হোসেনের নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মীর রেজাউল ইসলামের সার্বিক সহযোগিতায় সঙ্গীয় এসআই (নিঃ) আলী মর্তুজা, এ এসআই (নিঃ) মোঃ মতিউর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার গালিমপুর গ্রামের সবুজের বসত ঘর সংলগ্ন পশ্চিম পাশে অভিযান চালিয়ে পেয়ারা বেগমকে আটক করেন।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বরুড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় সবুজ নামের আরো একজন আসামি পলাতক রয়েছে।

এ বিষয়ে এসআই মোঃ আলী মর্তুজা জানান, পলাতক আসামী সবুজ (২৫) দীর্ঘদিন যাবৎ পেয়ারা বেগমের কাছ থেকে গাঁজার গাছ (ডালপালা ও শিকড় সহ) ক্রয় করে বিভিন্ন এলাকায় বিক্রি করতেন। বর্তমানে সে পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের বিষয়ে অভিযান অব্যাহত রয়েছে।
































আর পড়তে পারেন













Explore More Districts