কুমিল্লার এডিসি পরিচয়ে প্রতারণা!

কুমিল্লার এডিসি পরিচয়ে প্রতারণা!

নাম সানজিদা শাহনাজ। আগে ছিলেন চাঁদপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। এখন তিনি কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক। এভাবেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের একটি আইডি থেকে একাধিক ব্যক্তির সাথে হয়েছে প্রতারণা। ভুক্তভোগীদের কয়েকজনের সাথে কথা হয় বার্তা২৪.কমের প্রতিবেদকের।

তাদের একজন ভুক্তভোগী নগরীর নিউমার্কেটের ব্যবসায়ী তানভীর হোসেন জানান, উনি নিজেকে কুমিল্লার নবনিযুক্ত অতিরিক্ত জেলা প্রশাসক পরিচয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার সাথে প্রায়ই কথা হতো। একপর্যায়ে আমার দোকানে তার নামের নেমপ্লেটের অর্ডার করে। কিন্তু বিল দিতে বললে তিনি আমাকে ব্লক করে দেয়।

নাম পরিচয় গোপন রাখা শর্তে ভুক্তভোগী চাঁদপুর সদর থানা পুলিশের এক কর্মকর্তা জানান, পদন্নোতির প্রলোভন দেখিয়ে আমার কাছে টাকা চেয়েছে। প্রতারণা বুঝতে পেরে আমি সেটি এড়িয়ে যাই।

অভিযোগের প্রেক্ষিতে খোঁজ নিয়ে জানা যায়, ফেইসবুক আইডিতে ব্যবহৃত ছবিটি চাঁদপুর সদর উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজের। গত বছরের ৭ আগস্ট তাকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। তার ছবি ব্যবহার করে চলছে প্রতারণা।

যোগাযোগ করা হলে সানজিদা শাহনাজ বলেন, আমি প্রায় ৬ মাস আগে এই আইডির বিরুদ্ধে চাঁদপুর সদর থানায় জিডি করেছি। পুলিশ তদন্ত করছে বলে জানিয়েছে। অনেকেই প্রতারণার শিকার হয়ে আমাকে ফোন করে। এই আইডির সাথে কোনোভাবেই আমি জড়িত নই।

বিষয়টি নিয়ে কথা হয় কুমিল্লার জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমানের সাথে। তিনি বলেন, আপনার মাধ্যমেই প্রথম জেনেছি। বিষয়টি আমরা খতিয়ে দেখছি এবং আইনগত ব্যবস্থা নিচ্ছি। যাচাই বাছাই না করে কেউ প্রতারণার ফাঁদে না পড়ার পরামর্শ দেন তিনি।

Explore More Districts