কুমিল্লার রসুলপুর রেলওয়ে স্টেশন এলাকায় টাস্কফোর্সের অভিযানে দুই কোটি ৭১ লক্ষাধিক টাকার ভারতীয় চোরাচালানকৃত মালামাল আটক করেছে ১০ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা।
বিজিবি সূত্র জানায়, চোরাচালান প্রতিরোধে নিয়মিত টাস্কফোর্স অভিযান পরিচালনা করে আসছে বর্ডারগার্ড (বিজিবি) ১০ ব্যাটালিয়ন সদস্যরা। এরই ধারাবাহিকতায় কুমিল্লা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সরোয়ার জাহানের উপস্থিতিতে ব্যাটালিয়নের অ্যাডজুট্যান্টের নেতৃত্বে বিজিবি ও পুলিশের সমন্বয়ে একটি বিশেষ টাস্কফোর্স গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় কুমিল্লা সদর উপজেলার রসুলপুর রেলওয়ে স্টেশনে চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনে অভিযান পরিচালনা করে।
অভিযানে মোট দুই কোটি ৭১ লাখ ৫ হাজার ৪০০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার বাজি, বাসমতি চাল, ফুচকা ও কসমেটিক্স সামগ্রী মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়।
অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় আতশবাজি, বাসমতি চাল, ফুচকা, কসমেটিক্স ও অন্যান্য পণ্য জব্দ করা হয়, যার বাজারমূল্য আনুমানিক ২ কোটি ৭১ লাখ টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
জব্দকৃত চোরাচালান পণ্যসমূহ বিধি মোতাবেক কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে বলে জানান বিজিবি কর্মকর্তা।
এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মঙ্গলবার ১০ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।
অভিযান ও জব্দের বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা ১০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ।
প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল,
১২ নভেম্বর ২০২৫

