কুমিল্লায় নিখোঁজের এক দিন পর ডোবা থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার

কুমিল্লায় নিখোঁজের এক দিন পর ডোবা থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার

খবর পেয়ে লাকসাম থানার উপপরিদর্শক হারুন অর রশিদ ও শাহরিয়ার ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। নিহতদের পরিবার ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের আবেদন জানালে পুলিশ আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে।

এদিকে নিখোঁজ হওয়ার প্রায় ১৫ ঘণ্টা পর ডোবা থেকে মরদেহ উদ্ধার করা হলেও শিশুদের শরীরে কোনো ফোলা ভাব দেখা যায়নি। ফলে তাদের মৃত্যু নিয়ে জনমনে সন্দেহ সৃষ্টি হয়েছে। এ জন্য স্থানীয় মানুষেরা ঘটনাটি তদন্ত করে দেখার দাবি জানিয়েছেন।

লাকসাম থানার কর্মকর্তা (ডিউটি অফিসার) সহকারী উপপরিদর্শক (এএসআই) চুমকি বড়ুয়া প্রথম আলোকে বলেন, সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় থানায় শিশুদের পরিবারের পক্ষ থেকে একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। মৃত্যুর পেছনে ভিন্ন কোনো কারণ আছে কি না, সেটিও তদন্ত করে দেখা হবে।

Explore More Districts