কুকি-চিনের ইউনিফর্ম উদ্ধারের মামলায় গার্মেন্টস মালিক রিমান্ডে – Chittagong News

কুকি-চিনের ইউনিফর্ম উদ্ধারের মামলায় গার্মেন্টস মালিক রিমান্ডে – Chittagong News

সন্ত্রাসী সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) ইউনিফর্ম উদ্ধারের মামলায় গ্রেপ্তার গার্মেন্টস মালিক মতিউর রহমানকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।  

রোববার (১ জুন) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইব্রাহিম খলিলের আদালত শুনানি শেষে এই আদেশ দেন।

মতিউর রহমান পাহাড়তলী থানার ডিটি রোডে অবস্থিত নুর ফ্যাশন অ্যান্ড গার্মেন্টস এর মালিক। সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় পুলিশ আসামির ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ২৭ মে রাতে পাহাড়তলী এলাকার ওই কারখানায় অভিযান চালিয়ে পুলিশ কেএনএফের প্রায় ১৫ হাজার ইউনিফর্ম জব্দ করে। এ ঘটনায় বায়েজিদ বোস্তামী থানার উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম বাদী হয়ে পাহাড়তলী থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেন।

এর আগে ২৬ মে অক্সিজেন নয়ারহাট এলাকার আরেকটি গোডাউন থেকে ১১ হাজার ৭৮৫টি এবং ১৭ মে একই এলাকার রিংভো অ্যাপারেলস থেকে আরও ২০ হাজার ৩০০  ইউনিফর্ম জব্দ করে। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, পার্বত্য চট্টগ্রামের সন্ত্রাসী গোষ্ঠী কেএনএফ-এর জন্য এসব ইউনিফর্ম তৈরি করা হয়।

এসসি/সিটিজিনিউজ

Explore More Districts