কী ছিল দেশে ফেরার অনুপ্রেরণা

কী ছিল দেশে ফেরার অনুপ্রেরণা

কানাডা ও যুক্তরাষ্ট্র থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষে ভিনদেশের নানা প্রতিষ্ঠান থেকেই কাজের ডাক পেয়েছিলেন আমরিন বশির। বিদেশে চাকরি করবেন, নাকি দেশে ফিরবেন, এই প্রশ্ন মাথায় উঁকি দেওয়ার আগেই বাংলাদেশ বিমানের টিকিট কেটে ফেলেন তিনি। দেশে ফিরে গ্রামে গ্রামে শিক্ষা নিয়ে কাজ শুরু করেন আমরিন।

ফেরার অনুপ্রেরণা কী ছিল? জানতে চাইলে তিনি বললেন, ‘একটা ছেলের সঙ্গে একবার পরিচয় হয়েছিল। দুর্গম চরে থাকে। রাতে কেরোসিনের কুপির আলোয় পড়তে হয় বলে কেরোসিনের টাকা জোগাড় করতে সে দিনের বেলা কাজ করত। আমি ম্যাকগিল আর হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে পড়ে এসেও এই ছেলের আগ্রহ দেখে চমকে যাই। আমাদের দেশের মানুষ প্রচণ্ড প্রত্যয়ী। তাঁদের নিয়ে কাজের অনেক সুযোগ আছে। আমি যেমন এখন শিক্ষা ও গবেষণা নিয়ে কাজ করছি। বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সাফল্য “বিজনেস কেস” আকারে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়সহ বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রকাশ করার চেষ্টা করছি।’

Explore More Districts