বরিশাল স্পিডবোট মালিক সমিতির একটি সূত্র জানায়, আজ বিকেলে ভোলার ভেদুরিয়া ঘাট থেকে ১০ যাত্রী নিয়ে স্পিডবোটটি বরিশালের ডিসি ঘাটের উদ্দেশে রওনা দেয়। এটি লাহারহাট খাল থেকে কীর্তনখোলা নদীতে প্রবেশ করার সময় দুর্ঘটনা ঘটে।
এ দুর্ঘটনায় স্পিডবোটের চালকসহ একাধিক ব্যক্তি নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। তবে নৌ পুলিশের পক্ষ থেকে কতজন এখনো নিখোঁজ, তা নিশ্চিত করা হয়নি।
বরিশাল সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনাতন চন্দ্র সরকার বলেন, খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে পৌঁছান। স্পিডবোটটি ভোলা থেকে যাত্রী নিয়ে বরিশালে আসছিল। প্রাথমিকভাবে স্পিডবোটের চালক ও একাধিক যাত্রী নিখোঁজ থাকার খবর পাওয়া গেছে। এ তথ্য যাচাই করা হচ্ছে। ঘটনাস্থলে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আছেন।