কিশোরগঞ্জ জেলা কৃষকলীগের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান,খাদ্যসামগ্রী,মাস্ক,গাছের চারা বিতরণ ও দোয়া মাহফিল | KishoreganjBarta

কিশোরগঞ্জ জেলা কৃষকলীগের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান,খাদ্যসামগ্রী,মাস্ক,গাছের চারা বিতরণ ও দোয়া মাহফিল | KishoreganjBarta


আশরাফুল ইসলাম তুষার,কিশোরগঞ্জ :
স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৬ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষ্যে কিশোরগঞ্জ জেলা কৃষকলীগের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান,কম সৌভাগ্যবানদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ ,মাস্ক বিতরণ,গাছের চারা বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩১ আগস্ট) শোকের মাসের শেষ দিবসের সকালে জেলা শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে এসব কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এড.জিল্লুর রহমান।
জেলা কৃষকলীগের সভাপতি আহমেদ উল্লাহর সভাপতিত্বে সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চুর পরিচালমায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সদস্য বীরমুক্তিযোদ্ধা আনোয়ার কামাল,জেলা আ.লীগের ধর্ম সম্পাদক মাসুম খান,জেলা কৃষকলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম,সহ-সভাপতি জিয়া উদ্দিন সরকার,যুগ্ন সাধারণ সম্পাদক আবুল হাশেম মাস্টার,কেন্দ্রীয় কমিটির সদস্য আক্তারুজ্জামান শিপন,জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক এম এ হানিফ,সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ,দপ্তর সম্পাদক দীপক দাস,সম্পাদক মন্ডলীর সদস্য বুরহান উদ্দিন,তথ্য ও গবেষণা সম্পাদক
জহির উদ্দিন ছফি,সদস্য মোস্তাফিজুর রহমান কাঞ্চন,শহর কৃষকলীগের সভাপতি আলমগীর হোসেন,সাধারণ সম্পাদক আল মামুন,ধর্ম সম্পাদক মাওলানা রুমান আশরাফী,কটিয়াদি কৃষকলীগের যুগ্ন আহবায়ক জাকির হোসেন জুয়েল,বাজিতপুর কৃষকলীগের যুগ্ন আহবায়ক সোহানুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে অপেক্ষাকৃত কম সৌভাগ্যবান মানুষদের মাঝে খাদ্যসামগ্রী ও মাস্ক বিতরণ করা হয়।পরে কৃষকলীগের নেতাকর্মীদের মাঝে ফলজ,বনজ,ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।পরে জেলা কৃষকলীগের নেতাকর্মীরা স্বেচ্ছায় রক্তদান করেন।অনুষ্ঠানের শেষে ১৫ আগস্টে নিহত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকলের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।




Explore More Districts