কিশোরগঞ্জে পরিবহন মালিক সমিতি ও শ্রমিক নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি | KishoreganjBarta

কিশোরগঞ্জে পরিবহন মালিক সমিতি ও শ্রমিক নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি | KishoreganjBarta



কিশোরগঞ্জ প্রতিনিধিঃকিশোরগঞ্জের গাইটাল আন্ত:জেলা বাস টার্মিনালে সংঘটিত সংঘর্ষের ঘটনায় কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতি ও জেলা মটরযান শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে এবং অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সভা হয়েছে। উল্লেখিত দুই সংগঠন যৌথভাবে এই সভার আয়োজন করে।

গত ২১ ডিসেম্বর  অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা জেলা সড়ক পরিবহন মালিক সমিতির আহ্বায়ক হোলালউদ্দিন মানিক এবং বক্তব্য রাখেন সংগঠনের সদস্যসচিব আলমগীর মুরাদ রেজা, কিশোরগঞ্জ জেলা মটরযান শ্রমিক ইউনিয়নের সভাপতি কায়ছার আহমদ কাইয়ূম, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, পরিবহন সেক্টরের নেতা শফিকুল ইসলাম মানিক, আনিসুজ্জামান বাবু, জিল্লুর রহমান প্রমুখ। বক্তাগণ বাস টার্মিনালে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের অবিলম্বে গ্রেফতার ও তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। দাবিসমূহ মানা না হলে পরিবহন অঙ্গনে উত্তেজনা প্রশমন দুরূহ হয়ে পড়বে বলে বক্তাগণ উল্লেখ করেন।
এ ব্যাপারে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবরে পৃথক পৃথক স্মারকলিপি প্রদান করা হয়েছে।     উল্লেখ্য, গত ১৯ ডিসেম্বর বিকালে বকেয়া প্রদানে গড়েমসি করায় আন্ত:জেলা বাস টার্মিনালে যাতায়ত পরিবহনের বাস কাউন্টার বন্ধ করে দেওয়ার প্রেক্ষিতে বিবদমান শ্রমিকদের মধ্যে হামলা- পাল্টা হামলার ঘটনা ঘটে। পরে পুলিশ এসে ১১ রাউন্ড গুলিবর্ষণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় জেলা মটরযান শ্রমিক ইউনিয়নের সভাপতি কায়ছার আহমদ কাইয়ূমসহ ৫/৬ জন শ্রমিক আহত হন। এই ঘটনায় কায়ছার আহমদ কাইয়ূম বাদি হয়ে কিশোরগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন। এর পরের দিন জনৈক মানিক সরকার বাদী হয়ে পরিবহন মালিক সমিতির সদস্য শফিকুল ইসলাম মানিকসহ কয়েকজনের বিরুদ্ধে আরো একটি  মামলা দায়ের করেন।







Explore More Districts