করাচি: টেলিভিশনের লাইভ শো যেন কুস্তির আখড়া। চড়, থাপ্পর থেকে কিল-ঘুষি, বাদ গেল না কিছুই। পাকিস্তানে একটি টকশোতে লাইভ প্রোগ্রাম চলাকালীন রাজনৈতিক নেতারা একে অপরের উপর ঝাঁপিয়ে পড়েন। তারপরেই বেদম মারতে থাকেন একে অন্যকে। সেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে বেশি সময় নেয়নি।
পাকিস্তানের একটি টিভি চ্যানেলের অ্যাঙ্কর জাভেদ চৌধুরীর একটি একটি টক শো ‘কাল তক’ পাকিস্তানে প্রচারিত হয়। ঘটনাটি এই টক শো থেকে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, দুই নেতাই প্রথমে কোনও বিষয়ে একে অপরের সঙ্গে তর্ক-বিতর্ক করেন, তারপর বিষয়টি এতটাই বাড়তে থাকে যে তাঁরা একে অপরকে গালিগালাজ করতে শুরু করেন।
Viral Video From Pakistan Social Media
Video Of The Fight Between Imran Khan’s PTI Lawyer Sher Afzal Khan Marwat And PMLN’S Senator Dr Afnan Ullah Khan 🤣#ImranKhan #PTI #PMLN pic.twitter.com/R3YWic1M1R
— OsintTV 📺 (@OsintTV) September 28, 2023
Published by:Suvam Mukherjee
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Viral Video