কাশ্মীর সীমান্তে পাকিস্তানের সেনাদের সঙ্গে রাতভর গোলাগুলি হয়েছে: ভারত

কাশ্মীর সীমান্তে পাকিস্তানের সেনাদের সঙ্গে রাতভর গোলাগুলি হয়েছে: ভারত

তবে সীমান্তে সর্বশেষ সংঘাতের খবরের বিষয়ে তাৎক্ষণিকভাবে পাকিস্তানের পক্ষ থেকে নিশ্চিত কোনো তথ্য দেওয়া হয়নি।

গত মঙ্গলবার মধ্যরাতের পর পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। তারপর থেকে পরমাণু অস্ত্র শক্তিধর দুই প্রতিদ্বন্দ্বী দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলে।  

ভারত বলেছে,  তারা পাকিস্তানের নয়টি ‘সন্ত্রাসী স্থাপনা’ লক্ষ্য করে হামলা চালিয়েছে। এই হামলার সপ্তাহ দুই আগে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীরা গুলি চালিয়ে ২৬ জনকে হত্যা করে। নয়াদিল্লির অভিযোগ, ইসলামাবাদ ওই হামলায় মদদ দিয়েছে। পাকিস্তান অভিযোগ অস্বীকার করেছে।

ভারতের হামলার পর বুধবার রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন,  বদলা নেবে পাকিস্তান।

মঙ্গলবার মধ্যরাতের পর থেকে শুরু হওয়া এই সংঘাতে উভয় পক্ষে অন্তত ৪৩ জন নিহত হয়েছেন। ইসলামাবাদ বলেছে, ভারতের ক্ষেপণাস্ত্র হামলা এবং সীমান্তে গোলাগুলিতে পাকিস্তানে ৩১ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নয়াদিল্লি বলেছে, পাকিস্তানের গোলাবর্ষণে তাদের দিকে অন্তত ১২ জন নিহত হয়েছেন।

Explore More Districts