কাশিমপুরে জমি নিয়ে সংঘর্ষে আহত একাধিক ব্যক্তি – Daily Gazipur Online

কাশিমপুরে জমি নিয়ে সংঘর্ষে আহত একাধিক ব্যক্তি – Daily Gazipur Online

কাশিমপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাশিমপুর থানার বর্ষাডেঙ্গা এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে মোঃ শফিকুল ইসলামের পরিবারের ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, কাশিমপুর থানার বর্ষা ডেঙ্গা এলাকায় সন্ধ্যা ৬:৩০ মিঃ প্রভাবশালী আকবর আলীর তিন ছেলে মোঃ আঃ মজিদ, মোঃ আঃ সাত্তার ও মোঃ আঃ হামিদসহ মোঃ আইয়ুব খান ও তার ছেলে মোঃ আরিফ খান, জমির মালিক মোঃ শফিকুল ইসলাম ও তার পরিবারের ওপর ধারালো অস্ত্র ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়।
হামলায় গুরুতর আহত হন জমির মালিকের ভাইরা ভাই মোঃ মজিবুর রহমান (৫০), পিতা মোঃ ওসমান গণি। এছাড়াও আহত হয়েছেন জমির মালিক মোঃ শফিকুল ইসলাম , তন্ময়, সাইদ জামানসহ আরও কয়েকজন। আহতদের স্থানীয় তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় কিন্তু আহত মোঃ মজিবর রহমানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে ঢাকা পাঠানো হয়।
এ বিষয়ে কাশিমপুর থানা পুলিশ জানায়, ঘটনার তদন্ত চলছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটেছে। তারা দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

Print Friendly, PDF & Email

Explore More Districts